Daily Gazipur Online

গাজীপুরে ইটাহাটা বাসচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরে বাসের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার সকাল সোয়া ১০টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের ইটাহাটা নামক স্থানে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় জানা যায়নি। তাদের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে।
বাসন থানার ওসি মুক্তার হোসেন জানান, চান্দনা চৌরাস্তা থেকে নবীনগরগামী পলাশ পরিবহনের যাত্রীবাহী একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী তিন যুবক নিহত হন। এদের মধ্যে দুইজন ঘটনাস্থলে ও অপরজন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান।