

ডেইলি গাজীপুর প্রতিবেদক: বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগরের সাবেক সভাপতি, ইমাম ও খতিব মাওলানা মুহাম্মদ রইস উদ্দিনকে মিথ্যা অপবাদ দিয়ে নির্মম ভাবে নির্যাতন করে হত্যার অভিযোগ ওঠেছে । হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবীতে বুধবার টঙ্গী প্রেসক্লাবের সামনে বিক্ষোভ,প্রতিবাদ,মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আহলে সুন্নাত ওয়াল জামায়াত আয়োজিত উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর এর পীর মাশায়েখ ও আলেম ওলামা সাধারন মানুষ।প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মুফতী গিয়াস উদ্দিন আত্ব তাহেরী।
আরো উপস্হিত ছিলেন পীরে কামেল আলহাজ্ব ছিদ্দুকুর রহমান হানাফী,পীরে তরিকত ওয়ালি উল্লাহ আশেকী,হযরত মাওলানা মাসুদ হোসাইন আল কাদরী,মুফতী শাহ হামেদ রেজা আজহারী,মুফতী রায়হানুল মোস্তফা,মুফতী খাজা শাহ মাহমুদ রেজা,মাওলানা মমিনুল ইসলাম,মাওলানা নজরুল ইসলাম,মাওলানা হাফেজ রাব্বানী,মাওলানা মিরান শাহ,মাওলানা নুর উদ্দিনমা,ওলানা মাহমুদ হোসাইন,মাওলানা আমিনুল ইসলাম ওয়ালী,মাওলানা শামছুদ্দিন রিজন,মাওলানা মাসুদ হোসাইন,সহ অনেক ওলামায়ে কেরাম।
সভায় বক্তারা বলেন, ছাত্রসেনার নেতা মাওলানা মোঃ রইস উদ্দিন গত ২৬ এপ্রিল গাজীপুর থেকে অসংখ্য লোকজন নিয়ে ঢাকার সমাবেশে এসেছিলেন। এ অপরাধে মিথ্যা অপবাদ দিয়ে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনা কারা ঘটিয়েছে তা আমাদের কাছে ‘স্পষ্ট’। যারা এ হত্যাকাণ্ড করেছে, যারা এ দেশের মধ্যে ইসলামের নাম দিয়ে বিভিন্ন মাজারে ভাঙচুর করে তাদের বলে দিতে চাই,আমরা সুন্নিরা বার বার রক্ত দিয়েছি, প্রয়োজনে সুন্নিরা রইস উদ্দিনের জন্য আবারও রক্ত দিতে রাজপথে নামবো। কিন্তু,নারায়ে রিসালাত- বিরোধী,অলি- আউলিয়া ও মাজার – দরগা বিদ্বেষী অপতৎপরতা আর মেনে নেওয়া হবে না।নেতৃবৃন্দ, দ্রুত সময়ের মধ্যে মাওঃ রইস উদ্দিন হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জোর দাবি করা হয়। না হলে তরিকতপন্থী , সুন্নি জনতা রাজপথে নামতে বাধ্য হবে এবং হরতাল, অবরোধ সহ সারাদেশ অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।
উল্লেখ্য, গত ২৬ এপ্রিল(শনিবার) ঢাকায় অনুষ্ঠিত ফিলিস্তিনিদের সমর্থনে সুন্নিদের সমাবেশে মাওলানা রইস বিপুল সংখ্যক মানুষ নিয়ে যোগ দেন। এর পরদিন রবিবার সকালে গাজীপুরে ‘বলাৎকারের’ অভিযোগে রইস উদ্দিনকে প্রকাশ্যে ব্যাপক মারধর করে কিছু মানুষ। পরে পুলিশ তাকে উদ্ধার করে আদালতের মাধ্যমে গাজীপুর জেলা কারাগারে পাঠায়। রাত ৩টার দিকে কারাগারে অসুস্থ হয়ে পড়লে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত রইস উদ্দিন (৩৫) চাঁদপুরের মতলব উপজেলার বাদশা মিয়ার ছেলে। তিনি গাজীপুরের হায়দরাবাদ আখলাদুল জামে মসজিদের ইমাম ও খতিব ছিলেন।
