
ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুর জেলার নাওজোর এলাকা হতে ৬১০(ছয়শত দশ) পিস ইয়াবাসহ ০২(দুই) জন ইয়াবা ডিলার হাতে নাতে গ্রেফতার।
শনিবার দুপুরে র্যাব-১, স্পেশালাইজড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, জিএমপি, গাজীপুর বাসন থানাধীন নাওজোর এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয় হইতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে অত্র কোম্পানীর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন, (জি), বিএন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ জিএমপি, গাজীপুর বাসন থানাধীন নাওজোর সাকিনস্থ ফয়জিয়া মাদ্রাসা রোড, কবি নজরুল প্রি-ক্যাডেট স্কুলের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আসামী ১। মোঃ তারা মিয়া(৫৫), পিতা-মৃত মকবুল হোসেন, মাতা-আহাতন বেগম, সাং-চরনতুন বন্দর, থানা-রোমারী, জেলা-কুড়িগ্রাম, ২। মোঃ মহিবুল ইসলাম(৪৪), পিতা-মোঃ আবুল হোসেন, মাতা-রহিমা বেগম, সাং-মহিষবাতান, থানা-কালিয়াকৈর, জেলা-গাজীপুর দ্বয়কে গ্রেফতার করা হয়। এসময় উপস্থিত সাক্ষীদের সামনে ফোর্সের সহায়তায় আসামীদের দেহ তল্লাশী করে তার দখল হইতে ৬১০(ছয়শত দশ) পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৬০০/-(ছয়শত) টাকা এবং ০১ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ধৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ চোরাইপথে বিদেশী মাদক আমদানি করিয়া গাজীপুর জেলার বিভিন্ন স্থানে বিক্রয় করে আসিতেছিল। অবৈধভাবে মাদকদ্রব্য ইয়াবা তাদের হেফাজতে রাখিয়া মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ১০(ক) ধারার অপরাধ করিয়াছে।
উদ্ধারকৃত মাদক, নগদ টাকা এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
