Daily Gazipur Online

গাজীপুরে এইচ আইভি এইডস প্রতিরোধ কার্যক্রমে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ বায়েজীদ হোসেন: বুধবার ১৪ জুন, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি কর্তৃক পরিচালিত ডিআইসি’র আয়োজনে গাজীপুর সিভিল সার্জন অফিসে এইচ আইভি/এইডস প্রতিরোধ কার্যক্রমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন ডিআইসি ম্যানেজার ভবেন্দ্র নাথ মল্লিক। সভায় এইচ আইভি/এইডস কার্যক্রম বিষয়ে ভবেন্দ্র নাথ মল্লিক, ডিআইসি ম্যানেজার, গাজীপুর ডিআইসি, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি মাল্টিমিডিয়ার মাধ্যমে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। সভায় সভাপতিত্ব করেন গাজীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডাঃ মাহমুদা আক্তার। এসময় বক্তব্য রাখেন গাজীপুর সিভিল সার্জন ডাঃ মোঃ হাবিবুর রহমান, গাজীপুর সিভিল সার্জন অফিসের হেল্থএডুকেশন মোঃ নুরুল ইসলাম, ইনস্পেক্টর অফ পুলিশ মোঃ সাখাওয়াত হোসেন, সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম (জিতু), আদিবা বিনতে আলম, মসজিদের ঈমাম আব্দুল আলীম, পুরোহিত হারাধন চক্রবতী, তোবা হিজড়া, মোঃ মাফুজুর রহমান, আইনজীবি প্রমুখ। সকলেই এইচ আইভি/এইডস প্রতিরোধে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন ও এইচ আইভি/এইডস প্রতিরোধে গাজীপুর ডিআইসিকে সার্বিক ভাবে সহযোগীতার অশ্বাস প্রদান করন।