

ডেইলি গাজীপুর প্রতিবেদক: বাংলাদেশে অভ্যন্তরীণ অভিবাসী শ্রমিকদের শোভন কাজ ও সামাজিক সুরক্ষা ব্যবস্থা সম্প্রসারণে আজ সোমবার গাজীপুর জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেল কক্ষে কর্মজীবী নারীর নেটওয়াকিং মিটিং অনুষ্ঠিত হয়।
কর্মজীবী নারীর অতিরিক্ত নির্বাহী পরিচালক সানজিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা, সমাজসেবা অধিদফতর টঙ্গীর উপপরিচালক মো ফখরুল ইসলাম, এস এম আনোয়ারুল করিম,যোবায়ের জুয়েল,জাতীয় সাংবাদিক সোসাইটির মহাসচিব নাসির উদ্দীন বুলবুল, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা হামিদা খাতুন,অভ্যন্তরীণ অভিবাসী শ্রমিক মো.রুবেল,কর্মজীবী নারীর গবেষণা কর্মকর্তা মোহাম্মদ সবুজুর রহমান, রাজিব আহম্মেদ প্রমুখ।
