
ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের চন্দ্রায় সিমেন্ট কারখানার কংক্রিট মিক্সচারের কাভার্ডভ্যান চাপায় অটোরিকশায় আরোহী ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় মৃতরা হলেন, ওয়ালটন কারখানার শ্রমিক নজরুল ইসলাম ও জারজিদ হোসেন। তাদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে নবীনগর চন্দ্রা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। কোনাবাড়ি হাইওয়ে থানার ওসি মুজিবুর রহমান জানান, সকাল সাড়ে ৬টার দিকে অটোরিকশায় চড়ে চন্দ্রার দিকে যাচ্ছিলেন ওয়ালটন কারখানার দুই শ্রমিক নজরুল ও জারজিদ। এ সময় শাহ সিমেন্টের একটি কংক্রিট মিক্সচার কাভার্ডভ্যান অটোরিকশাটিকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে নজরুল ও জারজিদ মারা যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
দুর্ঘটনার পর ঘাতক কাভার্ডভ্যানটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান ওসি মুজিবুর। তিনি বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদনসহ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
