Daily Gazipur Online

গাজীপুরে কালোবাজারে বিক্রয়ের সময় ২১৬০ লিটার ডিজেলসহ ২ জন গ্রেফতার

নাসির উদ্দীন বুলবুল: জিএমপি’র বাসন থানার অভিযানে  কালোবাজারে বিক্রয়ের সময় অবৈধভাবে মজুদকৃত ২১৬০ লিটার ডিজেল,ডিজেল বিক্রির নগদ ৪৩০০০ টাকা,০১ ট্যাংক লরিসহ  ০২ জনকে গ্রেফতার করেছে ।
গত শুক্রবার ৩০ সেপ্টেম্বর বাসন থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, নাওজোড় এলাকায় অবৈধভাবে মজুদকৃত ডিজেল কালোবাজারে বিক্রি হচ্ছে।উক্ত সংবাদের ভিত্তিতে বাসন থানার একটি চৌকস দল  অভিযান চালিয়ে ১।ওমর ফারুক  বাবু( ৪৩)পিতা – আব্দুর রহমান, সাং- শফিপুর,থানা- কালিয়াকৈর, জেলা- গাজীপুর ২।মোখলেসুর রহমান (৩৮),পিতা মৃত দবির উদ্দিন মন্ডল, সাং- পশ্চিম ঝটিয়ারপাড়া, থানা- মাদারগঞ্জ, জেলা জামালপুরদের ২০০০ লিটার ডিজেল ভর্তি  ০১ টি লরি যার  রেজিস্ট্রেশন নং ঢাকা মেট্রো ঢ ৪২-০১৭৮, নগদ ৪৩০০০ টাকাসহ গ্রেফতার করা হয়।
পরবর্তীতে তাদের তথ্যমতে জিএমপি সদর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে  পলাতক আসামি মোঃ সেলিম মিয়া (২৮)  এর দোকান  হতে আরও ১৬০ লিটার ডিজেল ভর্তি ০১ টি ড্রাম ও ০১ টি ডিজেলের খালি ড্রাম উদ্ধার করা হয়।
উল্লেখ যে, আসামিরা দীর্ঘদিন যাবত অবৈধ পন্থায়  ডিজেলসহ অন্যান্য দাহ্য পদার্থ মজুদ করে কালোবাজারে বিক্রয় করে আসছিলো।
উক্ত ঘটনায় বাসন থানায় মামলা রুজু হয়েছে।