গাজীপুরে গত বছর ৭৯৪ জন নারী নির্যাতনের শিকার

0
27
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরে ২০২৪ সালে ৭৯৪ জন নারী যৌন হয়রানি, হত্যা, ধর্ষণ, শারীরীক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছে। আজ মঙ্গলবার ২১ জানুয়ারি ‘যৌন হয়রানি প্রতিরোধ ও প্রতিকারে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়েছে।
শহরের মধ্য ছায়াবীথী গাজীপুর আসক কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রকল্প সমন্বয়কারী আসমা খানম রুবা, আসকের গাজীপুর জেলা ব্যবস্থাপক মোঃ আসাদুজ্জামান, মনিটরিং এন্ড ইভালুয়েশন অফিসার আনজুম অর্পি, ডাটা কনসালটেন্ট মহসিন আলী প্রমুখ।
সভায় জানানো হয়, গাজীপুর আইন ও সালিশ কেন্দ্র (আসক) অগ্নি প্রকল্পের সাথে সংশ্লিষ্ট গাজীপুরের ৫টি উপজেলার সিএসও সদস্যদের তথ্যের পরিসংখ্যানে গত বছরের জানুয়ারী থেকে ডিসেম্বর পর্য়ন্ত ৭৯৪ জন নারী নির্যাতনের শিকার হয়েছে। এদের মধ্যে হত্যা ১৪ জন, লাশ উদ্ধার ১৮ জন, যৌন হয়রানি ২২ জন, যৌতুকের জন্য নির্যাতন ৪০ জন, শারীরিক ও মানসিক নির্যাতন ৩২২ জন, বাল্য বিবাহ ৫৫ জন, ধর্ষণ ১৪ জন, অনলাইনে যৌন হয়রানি ৩১ জন, অপহরণ ১২ জন, অপহরণের চেষ্টা ২ জন ও অন্যান্য ১৩৬ জন। নির্যাতনের শিকার নারীদের অধিকাংশই গৃহিনী ও ছাত্রী, তাদের বয়স ২১ থেকে ৩৫ বছরের মধ্যে। নারীরা বেশি নির্যাতনের শিকার পারিবারিক দ¦দ্বে।
প্রকল্প সমন্বয়কারী আসমা খানম রুবা বলেন, শিক্ষাঙ্গনে এবং কর্মস্থলে নারী ও শিশুদের যৌন হয়রানি প্রতিরোধে উচ্চ আদালতের রায়ের এক যুগ পার হয়ে গেছে। এ রায়ে সুস্পষ্টভাবে যৌন হয়রানি প্রতিরোধে সুনির্দিষ্ট দিক নির্দেশনা প্রদান করা হলেও তা যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে না।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here