Daily Gazipur Online

গাজীপুরে গৃহবধূকে হত্যা, আটক-১

সানাউল্লা স্বপন: গাজীপুর সিটি কর্পোরেশনের তারগাছ কুনিয়াপাচর এলাকা থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। মাজেদা খাতুন (৩০) মহানগরের তারগাছ কুনিয়াপাচর এলাকার আব্দুল কুদ্দুস হাওলাদারের ছেলে রুবেলের স্ত্রী। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় অনিক (২৪) নামের এক পোশাক শ্রমিককে আটক করেছে পুলিশ। অনিকের সঙ্গে পরকিয়া নিয়ে বিরোধের জেরেই ওই গৃহবধুকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে তথ্য পেয়েছে পুলিশ।
গাজীপুর মেট্টোপলিটন পুলিশের সহকারি কমিশনার মো: আশরাফুল আলম জানান, খুলনার অনিক স্থানীয় এক পোশাক কারাখার চাকুরি করেন। এক সময় রুবেলদের বাসায় ভাড়া থাকতো অনিক। এক সময় নিহত মাজেদার সাথে অনিক পরকিয়ায় জড়িয়ে পড়েন। এর কারণে অনিক ও তার স্ত্রীর মধ্যে ছাঢ়াছাড়ি হয়। পরে বছর খানেক আগে পাশের অন্য বাসায় ভাড়ায় চলে যান অনিক। স¤প্রতি মাজেদা অনিকের কাছে টাকা-পয়সা চাইত। তা না হলে অনিককে ফাঁসিয়ে দেয়ার হুমকি দেয়। এসব জেরেই মঙ্গলবার রাতে স্বামীর অনুপস্থিতিতে পরকিয়ার সর্ম্পকের টানে মাজেদার ঘরে গিয়ে কিছু বুঝে উঠার আগেই তাকে শ্বাসরোধ করে হত্যার পর চলে যায় অনিক।
মেট্রোপলিটন গাছা থানার অফিসার ইনচার্জ মো: ইসমাইল হোসেন জানান, রুবেলের ঘরের মেঝে থেকে গলায় ওড়না পেচানো অবস্থায় মাজেদা খাতুনের লাশ পড়েছিল। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গলায় ওড়না পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। তবে কে ওই ঘটনায় জড়িত সে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অনিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।