Daily Gazipur Online

গাজীপুরে গৃহহীনকে ঘর উপহার দিল জেলা যুবলীগ

ডেইলি গাজীপুর প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শহিদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষ্যে আওয়ামী যুবলীগের আশ্রয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরে গৃহহীনকে নতুন গৃহনির্মাণ করে দিয়েছে গাজীপুর জেলা যুবলীগ। রবিবার দুপুর আনুষ্ঠানিকভাবে ঐ গৃহহীনকে তার ঘরের চাবি বুঝিয়ে দেন জেলা যুবলীগের আহ্বায়ক এস এম আলতাফ হোসেন। এ উপলক্ষ্যে নগরীর বাসন এলাকায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কালিয়াকৈর যুবলীগের সভাপতি হীরু মিয়া, সাধারণ সম্পাদক রেজাউল করিম, সদর উপজেলা যুবলীগের সভাপতি আমির হোসেন আমু, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, সাবেক মেম্বার আতাউর রহমান, যুবলীগ নেতা জসিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় ভার্চুয়ালি যুক্ত থেকে এর উদ্বোধন করেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।