ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের পূবাইল মিরের বাজারে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র আয়োজিত গ্রিন সিটি- ক্লিন সিটি কর্মসূচীর বাস্তবায়ন উপলক্ষে আজ রোববার আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়।
প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের কেন্দ্রীয় ব্যবস্থাপক আফজাল হোসেন গাজীর সভাপতিত্বে কাঁচা বাজারে বর্জ্য ব্যবস্থাপনার উপর সচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবাইল থানা আওয়ামীলীগ এর সভাপতি আলহাজ্ব আজিজুর রহমান শিরিষ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব সুলতান উদ্দিন আহমেদ কাউন্সিলর ৪২ নং ওয়ার্ড, জাতীয় সাংবাদিক সোসাইটির মহাসচিব নাসির উদ্দীন বুলবুল, সুমনা রাণী দাস কৃষিবিদ কেন্দ্রীয় অফিস,আরো উপস্থিত ছিলেন মীরেরবাজার পরিচালনা কমিটির সভাপতি মোঃ আঃ বাতেন, সিনিয়র সহ-সভাপতি তমিজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ আওলাদ হোসেন, দপ্তর সম্পাদক ইউনুস মিয়া, মোঃ সোলেমান হোসেন মোল্ল্যা, আরমান মোল্ল্যা,প্রশিকা টঙ্গী মধুমিতা অফিসের স্বপন কুমার রায়, টঙ্গী আউচপাড়ার দেওয়ান মহিদুর রহমান,দক্ষিন খানের জায়েদা পারভিন, গাজীপুরের আবিদুল হক,পূবাইলের বিপুল কান্তি সরকার প্রমুখ।
আলোচনা অনুষ্ঠান শেষে ব্যবসায়ীদের মাঝে জনসচেতনামূলক বর্জ্য রক্ষণাবেক্ষনের জন্য ড্রাম ও অন্যান্য সামগ্রী প্রশিকার উদ্যোগে বিতরণ করা হয়। এবং জনসচেতনামূলক র্যালি অনুষ্ঠিত হয়।