
ডেইলি গাজীপুর প্রতিবেদক: এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও কাজী আজিম উদ্দিন কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান নাহিদ (৩৫) কে কুপিয়ে গুরুত্বর জখম করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা।
শুক্রবার (১০ মে) রাত সাড়ে ১০টার দিকে গাজীপুর শহরের মুক্ত মঞ্চের কাছে একদল সন্ত্রাসী তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুত্বর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
ওই হামলায় নাহিদের সহযোগী ছাত্রলীগ নেতা রয়েল (৩০) আহত হয়েছেন। তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর শহরে থমথমে অবস্থা বিরাজ করছে।
আহত রয়েলের বড় ভাই রুবেল জানান, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদ রানা এরশাদের সঙ্গে রাজনীতি না করার জন্য এবং তার সঙ্গে পরিবহন থেকে চাঁদাবাজিতে রাজি না হওয়ায় তার লোকজন নাহিদ ও রয়েলকে কুপিয়ে জখম করেছে।
এ বিষয়ে মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদ রানা এরশাদ বলেন, শহরের সাহাপাড়া এলাকায় ডিস লাইনের ব্যবসাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন নাহিদকে কুপিয়েছে বলে শুনেছি। তিনি জানান, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য নাহিদকে এক বছর আগেই তার কাছ থেকে সরিয়ে দেয়া হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ওসি সমীর চন্দ্র সূত্রধর জানান, কী কারণে ছাত্রলীগ নেতা নাহিদকে কারা কুপিয়ে আহত করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
