জাহাঙ্গীর আকন্দ:বিপুল উৎসাহ ও উদ্দিপনার মধ্য দিয়ে সারাদেশের ন্যায় গাজীপুরেও বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষে সকাল থেকে নানান কর্মসুচী আয়োজন করে সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার ৪ জানুয়ারি বিকেলে আনন্দ র্যালীটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট এলাকা থেকে শুরু হয়ে চেরাগ আলী মার্কেট হয়ে টঙ্গী সরকারি কলেজে গিয়ে শেষ হয়।
মহানগর ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী মশিউর রহমান সরকার বাবুর নেতৃত্বে আনন্দ র্যালী আরো উপস্থিত ছিলেন থানা ছাত্রলীগ নেতা আসাদ সিকদার, ৪৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শাহজাদা সেলিম লিটন, ৪৭নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারন সম্পাদক আল আমিন হোসেন ৪৯নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জুয়েল হোসেন জয়, সাধারন সম্পাদক রোমান দেওয়ান, ৫৫নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি দ্বীন মোঃ নিরব, সাধারন সম্পাদক ইব্রাহীম সানী, সহ বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীবৃন্দ।
মিছিল শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর মূরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে কেক কাটার মধ্য দিয়ে কর্মসুচী শেষ হয়।
গাজীপুরে ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত
