ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের কালিয়াকৈরে ঢালজোড়া ইউনিয়নের মরকাবহ চরপাড়া এলাকায় বুধবার সকালে ছেলের হাতে মা খুন হওয়ার ঘটনা ঘটেছে। নিহত ব্যাক্তি হলো উপজেলার মরকাবহ চরপাড়া এলাকার আবুল হোসেনের স্ত্রী বুলি বেগম(৪৫)। এঘটনায় পুলিশ ঘাতক ছেলে আলতাফ(২৪)কে গ্রেফতার করেছে। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, প্রতিদিনের ন্যায় ঘুম থেকে ওঠে পারিবারিক কাজকর্ম শেষে ঘরের বারান্দায় বসে একটু রেস্ট করছিল মা বুলি বেগম। ঘাতক ছেলে আলতাফ ঘুম থেকে ওঠে বারান্দায় বসা মায়ের সাথে পারিবারিক বিষয় নিয়ে কথাকাটির একপর্যায়ে ছেলে মায়ের মাথায় ইট (পাটকেল)দিয়ে সজোড়ে আঘাত করলে মা বুলি বেগম মাটিতে লুটে পড়ে।মায়ের মাথা ফেটে রক্ত বের হতে থাকে, এ অবস্থা দেখে বুলি বেগমের স্বামী আবুল হোসেন এবং প্রতিবেশিরা আহত অবস্থায় বুলি বেগমকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বুলি বেগম মৃতবরন করেন। এঘটনায় কালিয়াকৈর থানার ওসি আলমগীর হোসেন মজুমদার বলেন,ঘাতক ছেলেকে গ্রেফতার করেছি।লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।