

মোঃ বায়েজীদ হোসেন: বাংলাদেশ থেকে অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল, অপুষ্টিজনিত শিশু মৃত্যু প্রতিরোধ এবং শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ১৮ জুন সারাদেশের ন্যায় গাজীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন করা হবে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে গাজীপুর জেলা সিভিল সার্জনের সম্মেলন কক্ষে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন এমওসিএস ডাঃ হাবিবুর রহমান।
কর্মশালায় তিনি জানান, সকাল আটটা থেকে একটানা বিকেল চারটা পর্যন্ত ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে এবং এর সাথে শিশুকে শালদুধ খাওয়ানোসহ স্বাস্থ্য বার্তাসমূহ প্রচার করা হবে। ৬ মাস থেকে পাঁচ বছর পর্যন্ত যেহেতু শিশুদের ভিটামিন ‘এ’ সমৃদ্ধ খাবার খাওয়ানো যায় না তাই এ সময়টাতে সম্পূরক ভিটামিন হিসেবে এ ক্যাপসুল খাওয়ানো হয়ে থাকে। এতে করে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়।
তিনি জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ব্যাপক প্রচার-প্রচারণার জন্য সাংবাদিকদের সহায়তা কামনা করেন। সকল শিশুকে ভরা পেটে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জন্য অনুরোধ করেন।
ওই দিন গাজীপুরে ৬-১১ মাস বয়সী সকল শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (১ লাখ আইইউ) এবং ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (২ লাখ আইইউ) খাওয়ানো হবে। এ বছর জেলার পাঁচটি উপজেলা, তিনটি পৌরসভা, ৪৫টি ইউনিয়নে এক হাজার চারশত ২৬টি কেন্দ্রে মোট ৬ লাখ ২৫ হাজার ৫০০ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী শিশুর সংখ্যা ৭১ হাজার ৫শত এবং ১২-৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ৫ লাখ ৫৪ হাজার।
কর্মশালায় বক্তব্য রাখেন গাজীপুর প্রেসক্লাবের সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, সাবেক সভাপতি অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, মুজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। কর্মশালায় গাজীপুরে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মীরা অংশগ্রহণ করেন।
