Daily Gazipur Online

গাজীপুরে জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি : একনায়কতন্ত্র স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী সরকারের প্রধান শেখ হাসিনার আমলে দীর্ঘ ১৭ বছর ভালোভাবে কোনো সভা সমাবেশ করতে পারেনি বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে সৈরাচার সরকারের পতনের পর কেন্দ্রীয় জামায়াতের নির্দেশনায় সারাদেশে কর্মী সমাবেশ বাস্তবায়নের লক্ষে গাজীপুর মহানগরীর ২৯নং ওয়ার্ডের সামান্তপুর এলাকায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ এবং অফিস উদ্বোধন করা হয়েছে।
২০ ডিসেম্বর (শুক্রবার) সকালে সামান্তপুর কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন এ সভার আয়োজন করেন গাজীপুর সদর মেট্রো থানা ২৯ নং ওয়ার্ড জামায়াতের নেতৃবৃন্দ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতে ইসলামী আমীর অধ্যাপক মুহাম্মদ জামাল উদ্দিন।
সভায় বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির মো: খায়রুল হাসান, কেন্দ্রীয় ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও গাজীপুর সদর মেট্রো-থানা জামায়াতের আমির সালাউদ্দিন আইউবী, গাজীপুর সদর-মেট্রো থানা জামায়াতের নায়েবে আমির ছাদেকুজ্জামান খান, সাবেক কাউন্সিলর খায়রুল আলম, গাজীপুর মহানগর সদর মেট্রো-থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ, ২৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি ডাঃ মতিজুল হক, স্থানীয় মাদ্রাসা ও এতিমখানার সহ-সভাপতি আল-আমিন, কেরামত আলী বক্তব্য রাখেন।
এসময় সভায় গাজীপুর সদর মেট্রো থানা জামায়াতের নায়েবে আমির মু. জালাল উদ্দীন, গাজীপুর সদর মেট্রো থানা জামায়াতের সেক্রেটারি মো: রবিউল হক প্রমুখ উপস্থিত ছিলেন।