
ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরে ট্রাকচাপায় দুই যাত্রীসহ এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। এ ঘটনার পরপরই পুলিশ ট্রাকসহ চালককে আটক করেছে। আটক চালক মো. আল-আমিনের (২৫) বাড়ি টাঙ্গাইলের কালিহাতি উপজেলার দুর্গাপুর এলাকায়।
ঢাকা-বাইপাস সড়কে ভোগড়া মোড়ের পশ্চিমে কাঁচা বাজারের সামনে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকাল সোয়া ৪টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতদের একজন হলেন নীলফামারীর ডোমার থানার চিলাহাটি এলাকার মো. আনিস (৩৫)। অন্যদের পরিচয় বলতে না পারলেও তাদের বয় ৩৫ থেকে ৪০ বছর হতে পারে বলে গণমাধ্যমকে জানিয়েছেন বাসন থানার ওসি মো. রফিকুল ইসলাম।
গাজীপুর সিটি পুলিশের পরিদর্শক মো. মিজানুর রহমান বলেন, অটোরিকশাটি সড়কের উত্তর লেইন থেকে দক্ষিণ লেইনে যাওয়ার চেষ্টা করছিল। এসময় দ্রুতগতির একটি ট্রাক ধাক্কা দেয়। পরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও দুই যাত্রী নিহত হন।
এছাড়া আরও একজন আহত হলে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বাসন থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। তবে চালকের সহকারী পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
