Daily Gazipur Online

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে গৃহবধূ নিহত

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে শুক্রবার ফরিদা আক্তার নামে এক গৃহবধূ ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন। চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
ফরিদা উপজেলার কাওরাইদ গ্রামের কামাল হোসেনের স্ত্রী। নিহত ফরিদার দুই মেয়ে এক ছেলে সন্তান রয়েছে।
স্থানীয় ইউপি সদস্য আব্দুস সামাদ ও নিহতের স্বামী কামাল হোসেন বলেন, দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন ফরিদা আক্তার। তিনি চিকিৎসার জন্য ময়মনসিংহের উদ্দ্যেশে শুক্রবার সকালে বাড়ি থেকে বের হন। পরে শ্রীপুরের কাওরাইদ রেলওয়ে ষ্টেশনের দক্ষিণ পাশে পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে নিহত হন। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেন।