Daily Gazipur Online

গাজীপুরে ট্রেন লাইনচ্যুত; সাড়ে তিন ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

মো: জাহাঙ্গীর আকন্দ : গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের লাইনচ্যুত হওয়ার সাড়ে তিন ঘন্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
বৃহস্পতিবার (১২ আগস্ট) বেলা সোয়া ১১টার দিকে ওই ট্রেনটি লাইনচ্যুত হলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় পরে দুপুর দেরটার দিকে ঢাকা থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার করলে বিকেল পৌনে তিনটার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। এই তথ্য নিশ্চিত করেছেন জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাষ্টার রেজাউল করিম।
তিনি আরো জানান, ধীরাশ্রম স্টেশনে পৌঁছানোর আগেই ঢাকাগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ইঞ্জিনের সামনের দুটি চাকা লাইনচ্যুত হয় এতে
ট্রেনটি আটকে গিয়ে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সকল রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এসময় জয়দেবপুর জংশনে ঢাকাগামী চাপাই এক্সপ্রেস, ধীরাশ্রম স্টেশনে একতা এক্সপ্রেস ট্রেন সহ আশেপাশের কয়েকটি স্টেশনে বিভিন্ন ট্রেন যাত্রাবিরতি করে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
জয়দেবপুর রেলওয়ে জংশনের রেলওয়ে পুলিশ ফাঁড়ির এস আই মহাম্মদ শহীদুল্লাহ জানান, দুপুর দেড়টার দিকে উদ্ধারকারী টিম ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে বিকেল পৌনে তিনটার দিকে উদ্ধার কাজ শেষ হলে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।