
ডেইলি গাজীপুর প্রতিবেদক :গাজীপুরে থেকে ধাওয়া করে রাজধানীর রামপুরায় গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব-১, স্পেশালাইজড কোম্পানি পোড়াবাড়ী ক্যাম্প কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল- মামুন বৃহস্পতিবার দুপুরে এক বার্তায় জানায়, বুধবার বিকেলে গাজীপুরে নিয়মিত চেক পোস্ট চলাকালীন সময় একটি কাভার্ডভ্যান সন্দেহজনকভাবে দ্রুত গতিতে অতিক্রম করে। সিগন্যাল দিলে ঢাকার দিকে চলে যায়। পরবর্তীতে র্যাব-১ এর আভিযানিক দল এবং অত্র কোম্পানীর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার/ফোর্সসহ ডিএমপি, ঢাকা রামপুরা থানাধীন মালিবাগ চৌধুরীপাড়া সাকিনস্থ জনৈক অহিদুল ইসলাম এবং জামাল মিয়ার যৌথ মালিকানাধীন বাড়ী নং-১০৯৬ তিনতলা বিল্ডিং এর ২য় তলার পশ্চিশ পাশে ধৃত আসামীর ভাড়ায় থাকা রুমের ভিতর পৌঁছে এবং গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, সন্দেহজনক কভার্ড ভ্যানে আসা মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের জন্য ডিএমপি, ঢাকা রামপুরা থানাধীন মালিবাগ চৌধুরীপাড়া ধৃত আসামীর ভাড়া বাসায় রুমের মধ্যে মজুদ রেখেছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আসামী মোঃ আরিফ হোসেন (২৫), পিতা-মৃত আব্দুর রহিম, মাতা-আনজুমান বেগম, সাং-বাসা নং-১০৬, নাজিরা বাজার বাংলা দোয়ার, থানা-বংশাল, ডিএমপি, ঢাকা, এ/পি-সাং-মালীবাগ চৌধুরীপাড়া (হাসানের বাড়ির ভাড়াটিয়া), থানা-রামপুরা, ডিএমপি ঢাকা’কে গ্রেফতার করা হয়। এসময় উপস্থিত স্বাক্ষীদের সামনে ফোর্সের সহায়তায় আসামীর দেখানো মতে তার গৃহ তল্লাশী করে আসামীর দখল হইতে ৫০(পঞ্চাশ) কেজি গাঁজা এবং ০১ (এক) টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ধৃত আসামীকে
জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন যাবৎ চোরাইপথে মাদকদ্রব্য গাঁজা নিয়ে ঢাকার রামপুুরাসহ বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছেন। উদ্ধারকৃত মাদক, মোবাইল ফোন, এবং আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
