
ডেইলি গাজীপুর প্রতিবেদক : রোগীদের সাথে সৌজন্যমূলক ব্যবহারের অঙ্গীকারে গাজীপুরে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল নার্সেস এসোসিয়েশন(বি এন এ) এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার দুপুরে কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন(বি এন এ) গাজীপুর শাখার উদ্যোগে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের কনফারেন্স রুমে সংগঠনের গাজীপুর শাখার সভাপতি শামীমা নাছরীন শেলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিচালক ডা: মো: আমীর হোসাইন রাহাত। সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা: তপন কান্তি সরকার, হাসপাতালের সেবা তত্ত¡াবধায়ক মুনিরা আখ্তার, উপ-সেবা তত্ত¡াবধায়ক আকতারী ভানু, জরুরী বিভাগের নার্সেস ইনচার্জ মো: হাবিবুর রহমান, সাদিকুল ইসলাম ও মাছুমা নাজনীন প্রমূখ।
শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: মো: আমীর হোসাইন রাহাত প্রধান অতিথির বক্তব্যে রোগীদের সাথে ভালো ব্যবহার করার আহবান জানান। উপস্থিত নার্সরা রোগীদের সাথে সৌজন্যমূলক ব্যবহারের অঙ্গীকার করেন। একবছর আগে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন(বি এন এ) গাজীপুর শাখা গঠিত হয়।
