গাজীপুরে নৌকার বিরুদ্ধে লড়বে ট্রাক

0
148
728×90 Banner

গাজীপুর প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনে ভোটের লড়াই করবেন ৩৭ প্রার্থী। তাদের প্রতীক বরাদ্দ হয়েছে।
এবার নির্বাচনী অঞ্চলটিতে নৌকার প্রার্থীদের বিরুদ্ধে লড়তে মাঠে নেমেছে ট্রাক প্রতীকধারীরা।
সোমবার (১৮ ডিসেম্বর) রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিভিন্ন দলের প্রার্থীদের প্রতীক বরাদ্দ হয়। গাজীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম প্রার্থীদের প্রতীক বরাদ্দ করেন। যার মধ্যে রয়েছে- আওয়ামী লীগ, জাতীয় পার্টির নিজস্ব প্রতীক। স্বতন্ত্রদের জন্য ভিন্ন ভিন্ন প্রতীক নির্ধারণ করা হয়েছে। এ অঞ্চলে ভোটের মাঠে রয়েছে তৃণমূল বিএনপিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের প্রার্থীরাও।
আওয়ামী লীগের ঐতিহাসিক প্রতীক নৌকা নিয়ে গাজীপুর-১ আসনে আ ক ম মোজাম্মেল হক, গাজীপুর-২ জাহিদ আহসান রাসেল, গাজীপুর-৩ রুমানা আলী, গাজীপুর-৪ সিমিন হোসেন রিমি ও গাজীপুর-৫ আসনে মেহের আফরোজ চুমকি নির্বাচন করবেন।স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন রেজাউল করিম রাসেল (গাজীপুর-১), বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন (গাজীপুর-২), ইকবাল হোসেন সবুজ (গাজীপুর-৩), আখতারুজ্জামান (গাজীপুর-৫)। সাইফুল ইসলাম নামে এক প্রার্থী স্বতন্ত্র হিসেবে লড়ছেন। তবে তিনি ট্রাক প্রতীক বরাদ্দ পাননি।
এছাড়া জাতীয় পার্টির এম এম নিয়াজ উদ্দিন গাজীপুর-১ ও ৫ আসনে, গাজীপুর-২ আসনে জয়নাল আবেদীন, গাজীপুর-৩ আসনে এফ এম সাইফুল ইসলাম, গাজীপুর-৪ আসনে মো. শামসুদ্দিন খান নিজস্ব প্রতীকে লড়বে।
মাঠে আছেন তৃণমূল বিএনপি, বাংলাদেশ সুপ্রিম পার্টি, কৃষক শ্রমিক জনতালীগসহ অন্তত ১০টি রাজনৈতিক দলের প্রার্থী।
উল্লেখ্য, প্রতীক বরাদ্দের দিন ক্ষমতাসীন দলের কোনো প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসেননি। তাদের পক্ষে প্রতিনিধিরা প্রতীক নেন।
প্রতীক পাওয়ার পর থেকেই প্রার্থীরা নিজ নিজ এলাকায় নির্বাচনের প্রচারণা শুরু করেছেন। একইসঙ্গে অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিবেশ দাবি করেছেন তারা।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here