
ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের ভীম বাজার এলাকা হতে এজাহার নামীয় পলাতক ০১ জন আসামীকে গ্রেফতার করেছে।
আজ শনিবার রাতে র্যাব-১, স্পেশালাইজড কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, জিএমপি, গাজীপুর সদর থানার মামলা নং-৩০ তারিখ ১৭/০৪/১৯ ধারা-১৪৩/১৪৯/৩২৩/৩২৪/৩২৬/৩৭৯/৩৮৫/৩০৭ ৩৫৪/৪৪৮/৫০৬/ দঃ বিঃ বেআইনী জনতাবদ্ধে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অনাধিকার প্রবেশ পূর্বক খুন করার উদ্দেশ্যে মারপিট করে , কাটা রক্তাক্ত ও গুরুতর জখম করতঃ প্রায় ০৬ (ছয়) লক্ষ টাকা চাঁদা দাবি শ্লীলতাহানী, চুরি ও জীবন নাশের হুমকির অপরাধ মামলার এজাহার নামীয় পলাতক আসামী ভীম বাজার এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে অত্র কোম্পানীর কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, (জি), বিএন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ জিএমপি, সদর থানাধীন ভীম বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে জিএমপি, গাজীপুরের সদর থানার মামলার পলাতক আসামী ১। মোঃ আশিকুর রহমান@আশিক(২৩), পিতা-মোঃ মিজানুর রহমান, সাং-নান্দুয়াইন, থানা-সদর, জিএমপি, গাজীপুর’কে গ্রেফতার করা হয়। এসময় উপস্থিত সাক্ষীদের সামনে ধৃত আসামীর দখল হতে ০১ (এক) টি মোবাইল ফোন উদ্ধার করা করে।
গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে জানায় যে, সে এবং তার সহযোগী আসামীরা মিলে গত ২০/০৩/১৯ তারিখ উল্লেখিত মামলার বাদীর বাড়ী অনাধিকার প্রবেশ পূর্বক খুন করার উদ্দেশ্যে মারপিট করে কাটা রক্তাক্ত ও গুরুতর জখম করতঃ প্রায় ০৬ (ছয়) লক্ষ টাকা চাঁদা দাবি শ্লীলতাহানী, চুরি ও জীবন নাশের হুমকি প্রদান করে।
উদ্বারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে সদর থানায় হস্তান্তরের ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
