
মোঃ বায়েজীদ হোসেন: গাজীপুরে পৃথক ডাকাতির প্রস্তুতির ঘটনায় ১০ ডাকাত সদস্যকে গ্রেফতার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপভ্যান, রড, চাপাতি, দা, রশি, লোহার পাইপ ও ছিনতাইকৃত একটি ইজিবাইক জব্দ করা হয়। গাজীপুর মেট্রোপলিন কোনাবাড়ি থানার ওসি (তদন্ত) মোহাম্মদ মালেক খসরু খান জানান, গত শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে কোনাবাড়ী ফ্লাইওভার এলাকা থেকে ডাকাতির প্রস্তুতি কালে পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি পিকআপ ভ্যান, রড, চাপাতি, দা, রশি, লোহার পাইপ জব্দ করা হয়। গ্রেপ্ততারকৃতরা হলো, ময়মনসিংহের ভালুকা থানার খুরদা গ্রামের নাজিম উদ্দিনের ছেলে জামাল হোসেন, একই থানার বারতা গ্রামের মোহাম্মদ নাজিম উদ্দিনের ছেলে আতিকুল ইসলাম অপু ও নান্দাইল থানার গীতা পাড়া গ্রামের মৃত ওসমান গনির ছেলে কসাই আব্দুর রহমান, চট্টগ্রামের পাহাড়তলী থানা সরাইপাড়া গ্রামের শাহেদ আলীর ছেলে আসাদুজ্জামান উরফে এরশাদ এবং গাজীপুরের ইটাহাটা এলাকার আব্দুল লতিফ মিয়ার ছেলে ছাব্বির আহম্মেদ পলাশ। অপর দিকে একই রাতে মেট্রোপলিটন সদর থানার বাঙ্গালগাছ এলাকা থেকে ছিনতাইকৃত ইজি বাইকসহ ৫জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো শহরের শান্তি পল্লী এলাকার আলী হোসেন (২৫), তারা মিয়ার ছেলে ইমন (২২), রথখোলা এলাকার জামাল উদ্দিনের ছেলে আক্তার হোসেন (২৪), উত্তর ছায়াবীথি এলাকার আকরাম মিয়া (২৫) এবং বরুদার পিলখানা এলাকার সুজন (২৬)। এসময় রক্তাক্ত জখম ভিকটিম ইজি বাইক চাললক মিলন মিয়াকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
