
আব্দুস সবুর খান: গাজীপুর মহানগরীর পূবাইল হায়দরাবাদ এলাকা থেকে পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত যুবকের নাম আহসানুল্লাহ ওরফে আমান (২৭)। তিনি হায়দারাবাদ এলাকার হাজী হাছেন আলীর ছেলে বলে জানা গেছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের প‚বাইল থানার ওসি নাজমুল হক ভ‚ইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১১টায় হায়দারাবাদ মাদ্রাসা এলাকায় অভিযান চালিয়ে আহসানুল্লাহকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
