গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

0
30
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিকদের তিন মাস এবং স্টাফদের পাঁচ মাসের বকেয়া বেতনের দাবিতে মাহমুদ জিনস লিমিটেড পোশাক কারখানার শ্রমিক ও কর্মচারীরা বিক্ষোভ করেছেন।
শুক্রবার (২৩ আগস্ট) উপজেলার চন্দ্রা এলাকার এই পোশাক কারখানাটিতে শ্রমিক ও কর্মচারীদের বিক্ষোভের এই ঘটনা ঘটে।
জানা যায়, আজ সকালে শ্রমিকরা কাজে যোগ দেন। পরে সকাল ৯টার দিকে তারা বেতন চেয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করলে ওই সড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
কারখানার কয়েকজন শ্রমিক নাম প্রকাশ না করার শর্তে জানান, তিন মাস যাবত তাদের বেতন দিচ্ছে না কারখানা কর্তৃপক্ষ। সুপারভাইজার, ইনচার্জসহ উপরের অন্যান্য স্টাফদের পাঁচ মাসের বেতন বকেয়া রয়েছে। বুধবার (২১ আগস্ট) বিকেলে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করেন। ওই সময় কারখানা কর্তৃপক্ষ বৃহস্পতিবার (২২ আগস্ট) বেতন দেওয়ার প্রতিশ্রুতি দিলেও বৃহস্পতিবার বেতন দেয়নি। ওইদিন রাতেই শ্রমিকরা বেতনের দাবিতে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে।
এরই জের ধরে আজ সকালে আবার তারা কারখানার সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ তৈরি করেন এবং বিক্ষোভ করতে থাকেন। এতে ওই মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সেনাবাহিনী, থানা ও শিল্প পুলিশের সদস্যরা গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের আশ্বাস দিলে বিকেল পৌনে ৩টার দিকে তারা মহাসড়ক ছেড়ে কারখানার সামনে অবস্থান নেন। বিকেল সাড়ে ৩টার দিকেও ওই পথে গাড়ির দীর্ঘ লাইন দেখা গেছে।
কারখানার লাইন চিফ আজহার হোসেন, সুপারভাইজার বাচ্চু মিয়া এবং সুইং অপারেট হালিমা খাতুনসহ শ্রমিকেরা বলেন, গত পাঁচ মাস যাবত বেতন না পাওয়ায় আমাদের খুব কষ্ট করে চলতে হচ্ছে। দোকান মালিকরা বাকিতে আর বাজার দিতে চাচ্ছেন না। কেউ ধারদেনাও দিচ্ছেন না। বাড়ির মালিকরা ঘর ভাড়ার জন্য চাপ দিচ্ছে। বাচ্চাদের স্কুলের বেতন দিতে না পারায় তাদেরকে স্কুলে পাঠালেও যেতে চাচ্ছে না। মালিক কর্তৃপক্ষ তাদের বকেয়া বেতনের কথা কিছুই বলছে না। বাধ্য হয়ে তাই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় অবস্থান নিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ করছি।
গাজীপুর শিল্প পুলিশের ইন্সপেক্টর নিতাই চন্দ্র বলেন, মাহমুদ জিনস লিমিটেড পোশাক কারখানার সকল স্টাফ ও শ্রমিকরা সকাল থেকেই বেতনের দাবিতে বিক্ষোভ করছেন। গত কয়েক দিন যাবত কারখানার ভেতরে কাজ বন্ধ করে শান্তিপূর্ণ বিক্ষোভ করছেন তারা।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here