গাজীপুরে বকেয়া বেতন ও কারখানা খোলার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

0
37
728×90 Banner

জাহাঙ্গীর আকন্দ : বকেয়া বেতন ও কারখানা খোলার দাবিতে গাজীপুর মহানগরীর গাজীপুরা বড়বাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এসময় প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। আজ রোববার সকালে ন্যাশনাল কেমিক্যাল লিমিটেড ও এবিকো ইন্ডাস্ট্রির শ্রমিকেরা কারখানা খোলার দাবিতে বিক্ষাভ শুরু করেন।
গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, পোশাক কারখানাটি ১৩/১ ধারায় বন্ধ আছে। বকেয়া বেতন ও কারখানা খোলার দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ করছে। এতে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে শিল্প পুলিশ ও সেনা কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের আশ্বাস দিলে তারা মহাসড়ক থেকে সরে যান। পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
শ্রমিক নেতা জালাল হাওলাদার জানান, সাত মাসের বকেয়া বেতন ও কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ করছে।
শ্রমিকরা জানান, মালিকপক্ষ গত ৯ এপ্রিল লে অফ ঘোষণার পর থেকে শ্রমিকদের ছাঁটাই প্রক্রিয়াও শুরু করেছে। ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্নিয়োগ দিতে হবে বলে জানান তারা।
ন্যাশনাল কেমিক্যাল লিমিটেড ও এবিকো ইন্ডাস্ট্রির শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহফুজ মিয়া জানান, গত ৭ জুলাই শ্রম ভবনে ত্রিপক্ষীয় সভা হয়েছে। কিন্তু ন্যাশনাল কেমিক্যাল কারখানার মালিক সভায় উপস্থিত হন নাই। শ্রমিকরা বেতন না পেয়ে খেয়ে না খেয়ে জীবন যাপন করছে। অনেককে বাড়িওয়ালা ঘর থেকে বের করে দিতে চাইছে। দোকানদাররা বাকিতে পণ্য দিচ্ছে না। এসব নানা বিষয় নিয়েই শ্রমিকেরা বিক্ষোভ করছেন। ন্যাশনাল কেমিক্যাল কারখানার মালিক এম এন এইচ বুলুর সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here