Daily Gazipur Online

গাজীপুরে বসত বাড়িতে অগ্নিকান্ডে ১৮টি কক্ষ পুড়ে গেছে

মোঃ বায়েজীদ হোসনে: গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে একটি বসত বাড়িতে অগ্নিকান্ডে ১৮টি কক্ষ পুড়ে গেছে। কোনাবাড়ীর আমবাগ রোডের জান্নাতুল ফেরদৌসের বসত বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটে। বুধবার (১৭ ফেব্রুয়রি) সকালে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কোনাবাড়ী এলাকায় এমএম গার্মেন্টস সংলগ্ন জান্নাতুল ফেরদৌসের টিনশেডের বাসা বাড়িতে আগুন লাগে। অগ্নিকান্ডের সময় ওই বাসা বাড়িতে কেউ ছিল না। স্থানীয়ভাবে চেষ্টায় ব্যার্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। গাজীপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার তোশারেফ হোসেন জানান, সকালে জান্নাতুল ফেরদৌসের টিন সেটের বসত বাড়িতে আগুনের সূত্র পাত হয়। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়ে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন। আগুন লাগার ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুনে টিনশেডের ওই বাড়ির ১৮টি কক্ষ ও আসবাবপত্র পুড়ে গেছে। আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ওই অগ্নিকান্ড সূত্রপাত হয়েছে। তবে ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।