

অলিদুর রহমান অলি: বাংলা নতুন বছরের যাত্রা শুভ হোক। আমরা বাঙালি ভাবতেই অন্যরকম এক অনুভূতিতে মন ছুঁয়ে যায়। মনে হয়, এই বিশ্বে আমরা এক বিশেষ মর্যাদা পূর্ণ জাতি- যাদের অসাধারণ কিছু ঐতিহ্য রয়েছে। আমরা বাংলায় কথা বলি, বাংলায় গাই, বাংলায় নিজেকে প্রকাশ করি। প্রযুক্তির সহজলভ্যতায় তারা অনেক কিছুই গুলিয়ে ফেলেছে। নিজস্ব সংস্কৃতির প্রতি তাদের মমত্ব তৈরি করে দেয়ার প্রতিজ্ঞাই হোক বাংলা নতুন বছরের অঙ্গিকার। এরই ধারাবাহিকতায় গাজীপুরে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজে বাংলা নববর্ষ উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
গত বৃহস্পতিবার বিকালে কলেজ অডিটোরিয়াম সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের গভনিং বডির সভাপতি ভাষা সৈনিক মোঃ আব্দুল মতিন। বিশেষ অতিথি ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশন ৫৪নং ওয়ার্ড কাউন্সিল আলহাজ্ব মোঃ নাসির উদ্দীন মোল্লা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অভিভাবক সহকারী প্রধান শিক্ষক আবুল কাশেম, সহকারী প্রধান শিক্ষক আব্দুল মতিন প্রমুখ।
