গাজীপুরে বিজয় দিবস উদযাপন

0
23
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচী পালন করে। সোমবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচীর সূচনা করা হয়।
দিবসের শুরুতে গাজীপুর মহানগরীর রাজবাড়ি মাঠের পাশে শহীদ স্মৃতিস্তম্ভে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পস্তক অর্পণ করেন জেলা প্রশাসক নাফিসা আরেফীন। পরে শ্রদ্ধা নিবেদন করেন, গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান, জেলা পুলিশ সুপার আবুল কালাম আযাদ। তারপরে একে একে শ্রদ্ধা নিবেদন করে বীর মুক্তিযোদ্ধা কমান্ড, গাজীপুর সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, গাজীপুর জেলা ও মহানগর বিএনপি, গণ অধিকার পরিষদ, গাজীপুর প্রেসক্লাব, রোটারী ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০টায় মহানগরীর বঙ্গতাজ অডিটরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।
দিবসটি উপলক্ষ্যে গাজীপুর জেলা বিএনপি ও গাজীপুর সদর মেট্রো থানা জামায়াত পৃথক বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রার আয়োজন করে।
এছাড়াও, দিবসটি উপলক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট, বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পৃথক কর্মসূচি পালন করে।
ডুয়েটে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়ের বাসভবন, প্রশাসনিক ভবন ও হলসমূহে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়। সকাল ৯:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীনের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপাচার্য মহোদয়ের নেতৃত্বে একটি বিজয় র‌্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এরপর শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার। আরও বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম। এ সময় বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, পরিচালক, হল প্রভোস্ট, অফিস প্রধানগণ এবং শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘১৯৭১ সালের এই দিনটি একটি ঐতিহাসিক দিন। জাতীয় ঐক্য ও দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর আমাদের মুক্তিযোদ্ধারা বিজয় অর্জন করে আমাদেরকে এই দেশ উপহার দিয়েছিল। এটি পৃথিবীর বুকে একটি উদাহরণ সৃষ্টি করেছিল। আমরা দেখেছি, দেশের ছাত্র-জনতা জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ঐতিহাসিক ঐক্যের মাধ্যমে আবারও উদাহরণ সৃষ্টি করেছে। আমরা বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছি যে, ঐক্যবদ্ধ থাকলে আমাদের কেউ হারাতে পারবে না।’ তিনি আরও বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল বীর মুক্তিযোদ্ধা ও শহীদ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সকল শহীদ ও আহত ছাত্র-জনতার ত্যাগের বিনিময়ে আমাদের উপর যে গুরুদায়িত্ব অর্পিত হয়েছে, আমরা প্রত্যেকের অবস্থান থেকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে তা পালন করব। এবং আমাদের দায়িত্ব পালনের মাধ্যমে পৃথিবীর বুকে বাংলাদেশকে একটি বৈষম্যমুক্ত, উন্নত, কল্যাণকর ও সমৃদ্ধশালী দেশ হিসেবে প্রতিষ্ঠিত করব।’ এ সময় তিনি সকল শহিদের বিদেহী আত্মার মাগফেরাত এবং আহতদের পূর্ণ সুস্থতা কামনা করেন। এছাড়া তিনি একতাবদ্ধ হয়ে মেধাভিত্তিক, ন্যায় ও বৈষম্যহীন দেশ গড়ে তোলার শপথ নেওয়ার আহ্বান জানিয়ে প্রকৌশল ও প্রযুক্তিগত শিক্ষা, গবেষণা ও প্রকাশনাসহ সকল ক্ষেত্রে প্রাণের বিশ্ববিদ্যালয় ডুয়েটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলের ভূমিকার প্রতি সর্বোচ্চ গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার বলেন, ‘১৯৭১ সালে মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমাদের এই বিজয় অর্জিত হয়েছে। মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল বীর মুক্তিযোদ্ধা ও শহীদ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সকল শহীদ ও আহত ছাত্র-জনতার ত্যাগের প্রতি শ্রদ্ধা রেখে বৈষম্যহীন সমাজ কায়েমের লক্ষ্যে আমাদের নিঃস্বার্থভাবে কাজ করে যেতে হবে। সকল ভেদাভেদ ভুলে দেশের ভেতর ও বাহিরের সকল ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’ তিনি সকলকে মহান বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা জানিয়ে সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।
মহান বিজয় দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল বা’দ যোহর জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশ্ববিদ্যালয়ের মসজিদে বিশেষ মোনাজাত, মন্দির ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা, প্রীতি ভলিবল প্রতিযোগিতা ও ঢাকা ইঞ্জিনিয়ারিং স্কুল কর্তৃক শিশুদের নিয়ে মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা। উল্লেখ্য, বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সেজেছে বর্ণিল আলোকসজ্জায়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here