
ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরে ব্র্যাকের উদ্যোগে গার্মেন্টস শ্রমিকদের নিয়ে জব ফেয়ার কর্মশালা গতকাল মঙ্গলবার সকালে সাগর-সৈকত কনভেনশন সেন্টার মিলনায়তনে গার্মেন্টস শ্রমিকদের দক্ষতা উন্নয়ণ কর্মস‚চি ও আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের যৌথ উদ্যোগে কর্মশালা আয়োজন করা হয়েছে।
কর্মশালায় গাজীপুরের বিভিন্ন এলাকায় কর্মরত বিভিন্ন গার্মেন্টস শ্রমিক, প্রতিনিধি ও চাকরি প্রত্যাশী শ্রমিকদের সাথে সেতু বন্ধনের অংশ হিসেবে উক্ত জব ফেয়ার কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনসংযোগ কর্মকর্তা ড. সেলিম শেখ, ব্র্যাকের ম্যানেজার অপারেশন, ইউডিপি রেজভিনা পারভিন, ডেপুটি ম্যানেজার রোকেয়া খাতুন, জেনারেল ম্যানেজার সোলায়মান আরজু, গাজীপুর ব্র্যাক সেন্টার ম্যানেজার শামীম আল মামুন, ব্র্যাকের টঙ্গী সেন্টার ম্যানেজার রিয়াজ উদ্দিন ও এসডিপিসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা জব ফেয়ারের ব্র্যাকের বিভিন্ন স্টল পরিদর্শন করেন এই কার্যক্রম তরান্বিত করার জন্য সকল প্রকার সুযোগ-সুবিধা প্রদানের আশ্বাস দেন।
