গাজীপুরে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব গ্রহণ: শৃঙ্খলা ফেরানোই প্রথম কাজ—-কিরণ

0
192
728×90 Banner

নাসির উদ্দীন বুলবুল: গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব গ্রহণ করলেন আসাদুর রহমান কিরন। আজ রোববার (২৮ নভেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে নগর ভবনে গাজীপুর সিটি কর্পোরেশনের দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, এ মুহূর্তে সিটি করপোরেশনে শৃঙ্খলা ফেরানোই হবে তার প্রথম কাজ। কাউন্সিলরদের সঙ্গে পরামর্শ করে নগর উন্নয়ন ও চলমান কাজের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। উন্নয়নকাজ যাতে চলমান থাকে সে বিষয়ে সব পদক্ষেপ গ্রহণ করা হবে।
আসাদুর রহমান কিরনের অনুপস্থিতিতে অন্য প্যানেল মেয়র আবদুল আলীম মোল্লা ও আয়েশা আক্তার দায়িত্ব পালন করবেন। এদিকে আজ সকাল ১১টার দিকে তিনি নগর ভবনে এসে দায়িত্ব গ্রহণের পর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
গত ২৫ নভেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয় গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলমকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে ৩ সদস্য বিশিষ্ট প্যানেল মেয়র নিয়োগ দেন। এর মধ্যে আসাদুর রহমান কিরনকে ভারপ্রাপ্ত মেয়র হিসাবে দায়িত্বভার অর্পণ করা হয়।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, নতুন মেয়রের দায়িত্ব গ্রহণ এবং কাউন্সিলরদের সঙ্গে সভার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দায়িত্ব গ্রহণ এবং সভায় উপস্থিত থাকার জন্য সব কাউন্সিলরকে শুক্রবার রাতেই মোবাইল ফোনে আমন্ত্রণ জানানো হয়েছে। ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব গ্রহণ উপলক্ষে শনিবার বন্ধের দিনেও অনেক কর্মকর্তাকে নগর ভবনে মেয়র বরন কাজে ব্যস্ত থাকতে দেখা গেছে। সাজসাজ রবে নয়া মেয়র আসাদুর রহমান কিরনকে বরনের জন্য পুরো সিটি কর্পোরেশনের কর্মকর্তারা কর্মচারীরা প্রস্তুত।


এদিকে গত দু’দিন ধরে মেয়র আসাদুর রহমান কিরনের টঙ্গী পাগাড়ের বাসভবনে আওয়ামী লীগের নেতা কর্মী ছাড়াও সর্বস্তরের মানুষজন নয়া ভারপ্রাপ্ত মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানাতে বাসায় ভীড় করেন। রাতে নয়া ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরন স্থানীয় এমপি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের টঙ্গীর নোয়াগাঁওয়ের বাসভবনে এসে প্রতিমন্ত্রী রাসেলকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় অপর দুপ্যানেল মেয়র আবদুল আলীম মোল্লা ও আয়েশা আক্তার উপস্থিত ছিলেন।

গাজীপুর সিটি কর্পোরেশনের দায়িত্ব বুঝে নেওয়ার আগে ভাওয়াল বীর শহীদ আহসান উল্ল্যাহ মাস্টারের মাজার জিয়ারত করেন ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ। এসময় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সংগ্রামী যুগ্মসাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান মতি ,গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ কাজী ইলিয়াস আহম্মেদ ,৪৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নুরুল ইসলাম (নুরু), ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর মামুন মন্ডল, ৫৬ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
অপরদিকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খাঁনের টঙ্গী ভরানের বাসভবনে মিলিত হন গাজীপুর মহানগর আওয়ামী লীগ থেকে সদ্য বহিস্কৃত সাধারণ সম্পাদক সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের স্থলাভিষিক্ত সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল।
উল্লেখ, বঙ্গবন্ধুকে নিয়ে গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলমের একটি গোপন অডিও ফেসবুকে ভাইরাল হয়। পরে সে সূত্র ধরে জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগের গাজীপুর মহানগর সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কার এবং গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র পদ থেকেও সাময়িক বহিষ্কার করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here