গাজীপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

0
200
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরে যথাযোগ্য মর্যাদার মধ্যে দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়। এরমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠার ও রাজনৈতিক নেতৃবৃন্দ পৃথক পৃথক অনুষ্ঠানের আয়োজন করেন।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট শহীদ মিনার চত্ত্বরে যথাযোগ্য মর্যাদার মধ্যে দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়। ইনস্টিটিউটের মহাপরিচালক, পরিচালকবৃন্দ, বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রথম প্রহরে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন। ভোর ৬ টা ২৯ মিনিটে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা এবং মহান ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ইনস্টিটিউটের সকল স্তরের বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক এবং বিভিন্ন সংগঠন প্রভাত ফেরীতে অংশগ্রহন করেন।
প্রভাত ফেরী শেষে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠান এবং আনন্দ শিশুকানন ও বিএআরআই উচ্চ বিদ্যালয়ের ছেলে-মেয়েদের অংশগ্রহনে একুশের চেতনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা অনুষ্ঠানে বিএআরআই এর মহাপরিচালক ড. আবুল কালাম আযাদ এবং ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, বারিসার সভাপতি ও সাধারণ সম্পাদক, বারিকার সাধারণ সম্পাদক ও শ্রমিক ক্লাবের সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন। দিনের কর্মসূচীর মধ্যে বাদ জোহর বিএআরআই জামে মসজিদে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত ও দেশের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবিতে) ২১ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপাচার্য অধ্যাপক ড. এম এ মাননান এর- নেতৃত্বে প্রো-উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন, ট্রেজারার অধ্যাপক ড. আশফাক হোসেন, বাউবি’র শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ গাজীপুর ক্যাম্পাসের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে।
এর আগে প্রত্যুষে কেন্দ্রীয় শহীদ মিনারে বিশ্ববিদ্যালয়ের পক্ষে প্রো-উপাচার্য, ট্রেজারার, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করা হয়। একই সঙ্গে বাউবি’র সকল আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রেও স্থানীয় শহীদ মিনারে পুস্পস্তবক প্রদানের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়। এছাড়া গাজীপুরের জেলা প্রশাসন,পুলিশ প্রশাসনসহ বিভিন্ন প্রতিষ্ঠান পৃথক ভাবে দিবসটি পালন করেছেন।

বাউবি’তে অমর একুশ পালিত
যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবিতে) ২১ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়।
এ উপলক্ষে উপাচার্য অধ্যাপক ড. এম এ মাননান এর-নেতৃত্বে প্রো-উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন, ট্রেজারার অধ্যাপক ড. আশফাক হোসেন, বাউবি’র শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ গাজীপুর ক্যাম্পাসের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে।
এর আগে প্রত্যুষে কেন্দ্রীয় শহীদ মিনারে বিশ্ববিদ্যালয়ের পক্ষে প্রো-উপাচার্য, ট্রেজারার, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করা হয়। একই সঙ্গে বাউবি’র সকল আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রেও স্থানীয় শহীদ মিনারে পুস্পস্তবক প্রদানের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদ্যাপন করা হয়।
গাজীপুর ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী স্কুল/কলেজের শিক্ষক ও ছাত্র ছাত্রীরা বাউবি ক্যাম্পাসে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here