Daily Gazipur Online

গাজীপুরে মাদক ব্যবসায়ীদের রোষানলে সাংবাদিক পরিবার

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরীর ২৬ নং ওয়ার্ডের মুন্সিপাড়া এলাকায় গত ২৬ এপ্রিল রাত সাড়ে ১০টায় পূর্ব শত্রæতার জের ধরে মাদক ব্যবসায়ী শামীম(৩২), হান্নান(৩৮) উভয় পিতামৃত- ফজলু আকন্দ ও হান্নানের স্ত্রী সাথী(৩০) এর ধারালো অস্ত্রের আঘাতে পশ্চিম জয়দেবপুর এলাকার সালামের পুত্র ফারুক(১৮) কে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে তার ডাক চিৎকারে আশেপাশের লোকজন ও সাংবাদিক বায়েজীদের স্ত্রী নাহার আক্তার কুটি ফারুককে উদ্ধারের চেষ্টা করলে রানী নামের এক মহিলা ও তার ছেলে রাতুল(২২) এর হুকুমে উপরে উল্লেখিত সন্ত্রাসীরা নাহার আক্তার কুটিকে দেশীয় অস্ত্র দিয়ে কোপ মারার চেষ্টা করলে স্থানীয়দের প্রতিবাদের মুখে সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার পর পর স্থানীয়রা আহত ফারুককে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায় এবং নাহার আক্তার কুটিকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মাদক ব্যবসায়ীর বাড়ি তল্লাশি করে মাদক ব্যবসায় ব্যবহৃত একাধিক সিসি ক্যামেরা উদ্ধার করে। এ বিষয়ে নাহার আক্তার কুটির ছেলে বাদী হয়ে গাজীপুর সদর মেট্রো থানায় ৫ জনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেছেন।