
ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি সুপার মার্কেটের কেয়ারটেকারের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। উপেজলার মৌচাক পুলিশ ফাঁড়ির এসআই রনী কুমার শাহ বলেন, বুধবার ভোরে মো. সেরাফত আলী ওরফে মুন্সী নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছেন তারা। সেরাফত উপজেলার সফিপুর চান মিয়া সুপার মার্কেটের কেয়ারটেকার ছিলেন। পরিবারের সদস্যরা জানান, গত মঙ্গলবার রাত ১১টার দিকে বাসায় ফিরে খাবার খেয়ে শুয়ে পড়েন সেরাফত। রাতে তার স্ত্রী তাকে বিছানায় না পেয়ে খুঁজতে খুঁজতে ছাদে যান। তিনি সেখানে তাকে গলায় রশি ঝুলানো দেখে চিৎকার করলে আশপাশের লোকজন গিয়ে পুলিশকে খবর দেয়। এসআই রনী বলেন, কিভাবে মৃত্যু হয়েছে এ বিষয়ে আমি এখনও নিশ্চিত না। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
