

অলিদুর রহমান অলি: গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সে আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে ইমামগণের সাথে নগরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং সমসাময়িক ইস্যু নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আজ(২১মার্চ) মঙ্গলবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ের কনফারেন্স রুমে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম বিপিএম ,পিপিএম (বার) ।
পুলিশ কমিশনার বলেন, পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল-ফিতর উপলক্ষে আইন-শৃঙ্খলাসহ যেকোনো অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবেলায় পুলিশের সার্বক্ষণিক নজরদারি থাকবে। যানজট এবং আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ নজরদারির থাকবে। পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে জিএমপি বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি বলেন, ইমাম সমাজকে কুসংস্কার সহ যেকোনো অপপ্রচার রোধে ভূমিকা পালন করা, সমাজ হতে বিশৃঙ্খলা, হানাহানি এবং মাদক রোধে কার্যকর প্রচারণা চালানো, সমাজ হতে সকল অপকর্ম নির্মূলে মসজিদভিত্তিক আলোচনা করা, জঙ্গিবাদ সম্পর্কে মুসল্লিদের মধ্যে বয়ান করাসহ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করার আহবান জানান।
এ সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ইসলামিক ফাউন্ডেশন এর প্রতিনিধি, সিটি কর্পোরেশন এর প্রতিনিধি, গাজীপুর মহানগর এলাকার বিভিন্ন মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন।
