গাজীপুরে মিছিলে যাওয়াকে কেন্দ্র করে ২ যুবকের উপর সন্ত্রাসী হামলা

0
199
728×90 Banner
মো: জাহাঙ্গীর আকন্দ, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে মিছিলে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাতুল (২০) ও সুজন ৩০ নামে ২ যুবকের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। রবিবার দুপুরে টঙ্গীর আউচপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। আহত রাতুল ও সুজন মহিলা আওয়ামীলীগ নেত্রী আয়েশা আক্তার আশার ছোট ভাই ও যুবলীগ নেতা ইসমাইল হোসেনের অনুসারী। মিছিলে যাওয়াকে কেন্দ্র করে এলাকার স্থানীয় ফরহা হোসেন সুজনকে মোবাইলে ফোন করে নিয়ে আসে। এ সময় আবু সাঈদ, বাবু, আব্দুল হাই, রুবেলসহ অজ্ঞাতনামা ৭/৮জন মিলে সুজন ও তার সাথে থাকা রাতুলকে এলোপাথাড়ি মারধর করে ইট দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।
ঘটনাস্থলে এলাকাবাসী ও আহতরা জানায়, গত ২৮শে মে মহানগর যুবলীগ আয়োজিত স্বরণ সভায় ইসমাইলের নেতৃত্বে একটি বিশাল মিছিল বের হয়। মিছিলে সুজনের ডাকে সারা দিয়ে ফরহাদের কিছু লোকজন ইসমাইলের মিছিলে অংশগ্রহন করে। আর এই ঘটনায় ফরহাদ চড়াও হয়ে সুজনকে মোবাইলে ডেকে নিয়ে এলোপাথাড়ি মারধর করে। এসময় সুজনের সাথে থাকা রাতুলকে মারধর করে। এ সময় রাতুল ও সুজনের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে গুরুত্বর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের  উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠিয়ে দেয়।
এবিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম জানান, মারামারির ঘটনার কথা শুনে ঘটনাস্থলে লোক পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।
Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here