
ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুর সদর উপজেলায় বাসা থেকে বেরিয়ে নিখোঁজ এক কারখানা শ্রমিকের লাশ ময়লার স্তুপ থেকে উদ্ধার করেছে পুলিশ। জয়দেবপুর থানার হোতাপাড়া ফাঁড়ির এসআই সাইফুল ইসলাম জানান, উপজেলার মনিপুর খাসপাড়া এলাকা থেকে গতকাল বুধবার ভোর ৪টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত কামরুজ্জামান (৩০) গাইবান্ধা সুন্দরগঞ্জ থানার মালদহ ডাপাঁচিলা এলাকার নয়া মিয়ার ছেলে।খাসপাড়া এলাকায় একটি বাড়িতে পরিবারের সঙ্গে ভাড়া থাকতেন তিনি। কামরুল স্থানীয় বিকেবাড়ি তালতলী এলাকাবের বেঙ্গল হারিকেন কারখানার স্টোর সহকারী ছিলেন বলে পুলিশ জানিয়েছে। এসআই বলেন, গত মঙ্গলভার রাতে কারখানায় ডিউটির কথা বলে বাসা থেকে বের হয় কামরুজ্জামান। এরপর থেকে তার আর কোনো খোঁজ মিলছিল না। সকালে এলাকাবাসী ময়লার স্তূপে তার লাশ দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে বলে জানান তিনি। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
