
মোঃ বায়েজীদ হোসেন: যমুনা গ্রুপের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের প্রথম মৃত্যু বার্ষিকীতে গাজীপুরে কোরআন খতম, দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
যুগান্তর স্বজন সমাবেশ গাজীপুর জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার সকাল থেকে গাজীপুর সিটি করপোরেশনের জয়দেবপুর মুন্সিপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানায় এবং নীলেড় পাড়া জামিয়া এমদাদিয়া মাদ্রায় হাফেজ ছাত্রদের দিয়ে কোরআন খতম করানো হয়। পরে হাবিবুল্লাহ সরণিতে যুগান্তর গাজীপুর জেলা অফিসে এক স্মরণসভা শেষে মরহুমের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল শেষে দুপুরের খাবার বিতরণ করা হয়। যুগান্তরের শ্রীপুর প্রতিনিধি আব্দুল মালেকের সঞ্চালনায় এবং জেলা প্রতিনিধি শাহ সামসুল হক রিপনের সভাপতিত্বে স্মরণ সভায় স্মৃতিচারন করেন নুরুল ইসলাম বাবুলের ছোট ভাই রয়েল গ্রুপের চেয়ারম্যান আলহাজ¦ সোহরাব উদ্দিন, অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, বীর মুক্তিযোদ্ধা অনিল মন্ডল, সমাজসেবক হুমায়ূন কবীর রাজু, জয়নাল আবেদীন তালুকদার, আব্দুস সালাম শামীম, সাংবাদিক শরীফ আহমেদ শামীম, আমিনুল ইসলাম, যুগান্তর স্বজন সমাবেশ গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মিলটন খন্দকার, সাংবাদিক সরকার আব্দুল আলিম, আব্দুল গাফফার, মোহাম্মদ আলম, মাহমুদুল হাসান, বিল্লাহ হোসেন মোল্লা , মো: খোরশেদ আলম প্রমুখ।
