গাজীপুরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলকে সংবর্ধনা

0
255
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: দীর্ঘদিনের প্রত্যাশিত গাজীপুর সদরের উমেদা বেগম বালিকা উচ্চ বিদ্যালয় এমপিভুক্ত করায় গাজীপুর-২ আসনের সংসদ সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব জাহিদ আহসান রাসেলকে সংবর্ধনা অনুষ্ঠান শুক্রবার টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আহমদ আল আখতারের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: শাহজাহান সিরাজের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মো: জাহিদ আহসান রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের অধ্যক্ষ মো: ওয়াদুদুর রহমান, গাজীপুর উমেদা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওবায়দুর রহমান, ফাতেমা আক্তার, রোজিনা আফরোজ, লুৎফুন নাহার বেগম, মো: ফরিদ উদ্দিন, মো: সুমন মিয়া, মতিউর রহমান, মো: ইসমাইল হোসেন প্রমুখ।
উল্লেখ্য, বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে সুনামের সহিত এসএসসি, পিইসি ও জেএসসিতে ভালো ফলাফল করছে। আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে বিদ্যালয়টি এমপিওভুক্ত করার জন্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব জাহিদ আহসান রাসেল এমপি’র স্মরণাপন্ন হলে দীর্ঘ প্রতিক্ষার পর বিদ্যালয়টি এমপিভুক্ত করতে সক্ষম হয়েছি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here