
ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের মহানগরীর জোলারপাড় এলাকা হতে শীর্ষ ডাকাতি চক্রের সক্রিয় ০৫ জন সদস্যকে হাতে নাতে গ্রেফতার করেছে র্যাব-১,গাজীপুর ক্যাম্প ।
গত ২১ সেপ্টেম্বর রাতে র্যাব-১, স্পেশালাইজড্ কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, গাজীপুর মহানগরীর জোলারপাড় এলাকায় একটি ব্যাটারী চালিত অটোরিক্স ডাকাতি করে পালিয়ে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে অত্র কোম্পানীর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গাজীপুর মহানগরীর সদর থানার জোলারপাড় বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আসামী ১। মোঃ আব্দুল্লাহ আল ফয়সাল(১৯), পিতা-গোলাম মোহাম্মদ, মাতা-উম্মে কুলসুম, সাং-আতোয়া জঙ্গল, থানা-হালুয়া ঘাট, জেলা-ময়মনসিংহ, এ/পি-সাং-দক্ষিণ সালনা, পলাশ টেক (বদিউজ্জামান এর বাড়ির ভাড়াটিয়া), থানা-সদর, জিএমপি, গাজীপুর, ২। মোঃ আলমগীর হোসেন(১৮), পিতা-আঃ মান্নান, মাতা-মোসাঃ তানজিনা আক্তার, সাং-দক্ষিণ সালনা, পলাশ টেক, থানা-সদর, জিএমপি, গাজীপুর, ৩। মোঃ আসলাম হোসেন(১৮), পিতা-মোঃ ইদ্রিস আলী, মাতা-মোসাঃ আছমা বেগম, সাং-নন্দপুর, থানা-নাগরপুর, জেলা-টাঙ্গাইল, এ/পি-সাং-দক্ষিণ সালনা, পলাশ টেক (নাজিম চেয়ারম্যানের বাড়ির ভাড়াটিয়া), থানা-সদর, জিএমপি, গাজীপুর, ৪। মেহেদী হাসান মোস্তাকিম(১৮), পিতা-মোঃ হারুন অর রশিদ, মাতা-ফরিদা পারভীন, সাং-সাহাগঞ্জ, থানা-গৌরিপুর, জেলা-ময়মনসিংহ, এ/পি-সাং-দক্ষিণ সালনা, পলাশ টেক (আব্দুল আলীর এর বাড়ির ভাড়াটিয়া), থানা-সদর, জিএমপি, গাজীপুর, ৫। মোঃ সজিব মিয়া(১৮), পিতা-মোঃ রমজান আলী, মাতা-আছিয়া বেগম, সাং-নন্দপাড়া, থানা-নাগরপুর, জেলা-টাঙ্গাইল, এ/পি-সাং-দক্ষিণ সালনা, পলাশ টেক (নাজিম চেয়ারম্যানের বাড়ির ভাড়াটিয়া), থানা-সদর, জিএমপি, গাজীপুরদেরকে হাতে নাতে গ্রেফতার করা হয়। এসময় উপস্থিত স্বাক্ষীদের সামনে ধৃত আসামীদের দখল হতে ডাকাতিকৃত ফোন উদ্ধার করা হয়।
ধৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা একে অপরের যোগসাজশে দীর্ঘদিন যাবৎ গাজীপুরসহ আশপাশের এলাকায় সাধারণ পথচারী, বাসযাত্রী এবং মটর সাইকেল আরোহীদের মারধর এবং অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে প্রাইভেটকার, মোটর সাইকেল, গাড়ী, টাকা পয়সা, মোবাইল, স্বর্ণালংকার ইত্যাদি ডাকাতি করে আসছে। গত ২১ সেপ্টেম্বর ২০২০ তারিখ রাত অনুমান ১০.৩০ ঘটিকার দিকে উক্ত ডাকাতরা গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা হতে ভিকটিমের ব্যাটারী চালিত অটোরিক্সা ভাড়া করে জোলারপাড় আসার জন্য। ডাকাত দল উক্ত অটোরিক্সা যোগে ইপসা গেইটে আসার পর অটোরিক্সা চালক কে তাদের সাথে থাকা ধারালো চুরি দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে মারাতœক জখম করে তার সাথে থাকা অটোরিক্সা ছিনিয়ে নিয়ে দ্রæত পালিয়ে যায়। ঘটনাস্থলে ভিকটিম অটোরিক্সা চালকের ডাক-চিৎকারে আশে থাকা র্যাবের টহল দল এগিয়ে আসলে ঘটনার বিস্তারিত জানতে পারে এবং ভিকটিমের সু-চিকিৎসার জন্য তাকে শহীদ তাজ উদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতাল, গাজীপুরে প্রেরণ করে এবং তার ডাকাতি কৃত অটোরিক্সা উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করে, একপর্যায়ে গাজীপুর মহানগরীর জোলারপাড় এলাকা হতে উপরোক্ত ডাকাতদেরকে আটক করে এবং উল্লেখিত আলামত উদ্ধার করা হয়।
উদ্বারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদেরকে সদর থানায় হস্তান্তরের ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
