
ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুর কালীগঞ্জের সুজাপুরের করান এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে সংখ্যালঘুর পরিবারের তিনজনকে পিটিয়ে জখম স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঐ সংখ্যালঘুর পরিবার-কে স্থানীয় নেতাকর্মীরা দিন-রাত হুমকি দিয়ে আসছে।
এনিয়ে কালীগঞ্জ থানায় অভিযোগ দিতে গেলে সংখ্যালঘুর পরিবারের অভিযোগ নেয়নি থানা পুলিশ। স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলা ও হুমকি থেকে রক্ষা পেতে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু দৃষ্টি কামনা করছে সংখ্যালঘু পরিবারের।
