Daily Gazipur Online

গাজীপুরে সন্ত্রাসী,চাঁদাবাজিসহ মামলা বানিজ্যেও বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুর মহানগরের গাছা থানাধীন এশিয়ান হাইওয়ের ঝাজর এলাকায় শনিবার সন্ত্রাসী,চাঁদাবাজীসহ মামলা বানিজ্যের বিরুদ্ধে এলাকার সর্বস্তরের সচেতন নাগরিকদের সমন্বয়ে বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানবন্ধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য,প্রধান সমন্বয়ক বাংলােেদশ কৃষি ফার্ম আক্তারুজ্জামান বাবুল,গাজীপুর মহানগর ৩২নং ওয়ার্ড বিএনপি সভাপতি হামিদ মন্ডল, গাজীপুর মহানগর যুবদলের-৩২ নং ওয়ার্ডের সভাপতি নূর মোহাম্মদ বাবু, বিএনপি নেতা গিয়াসউদ্দিন, আলমাছ খান সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিএনপি ও অঙ্গসংগঠনের সকল স্তরের নেতাকর্মী বৃন্দ। সভায় প্রধান অতিথি বলেন, গত ৫ আগস্ট ২০২৪ইং বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে ফ্যাসিস্ট, আওয়ামীলীগের পতনের পর তাদের দোষররা সাধারণ মানুষকে নানাভাবে বিভ্রান্তিতে ভোগাচ্ছে,ভূলভাল তথ্য ছড়িয়ে সাধারণ মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে। বর্তমানে সময়ে তারা সন্ত্রাসী,চাঁদাবাজিসহ মামলা বানিজ্যের মত নোংরা কর্মকান্ড করে বিএনপির ভাবমূর্তি নষ্ট করার নীল নকশ্য়া নেমেছে। তিনি অবিলম্বে গাজীপুরে সন্ত্রাসী,চাঁদাবাজীসহ মামলা বানিজ্যেও বন্ধের দাবী জানান।