

মোঃ বায়েজীদ হোসেনঃ গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী বিন্দু দের সাথে মতবিনিময় করেছেন গাজীপুর জেলা প্রশাসক। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসক কার্যালয় ভাওয়াল সম্মেলন কক্ষে মতবিনিময় করে গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মুহাম্মদ সফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা পুলিশ সুপার সফিকুল আলোম সহ অন্যান্য কর্মকর্তারা বৃন্দ।
মতবিনিময় শিক্ষার্থীরা নানা অসঙ্গতি কথা তুলে ধরে বলেন, আমরা হানাহানি চাই না, শান্তি চাই। চাঁদাবাজি, হয়রানি, বহির্ভুত হত্যা, গুম যেনো না হয় এমন দাবি জানায়। তাদের সাথে একাত্মতা প্রকাশ করে সকল দপ্তর সাথে সমন্বয় করে এবিষয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান জেলা প্রশাসক আবুল ফাতে মুহাম্মদ সফিকুল ইসলাম। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আহ্বান জানান তিনি। বিভিন্ন বিষয় ঘটনা বর্ননা করে গুজবে কান না দেয়ার আহ্বান জানান। এছাড়া তাদের কাজে সহযোগীতায় হাত বাড়িয়ে এক সাথে কাজ করার প্রত্যয় জানান জেলা প্রশাসক।
