গাজীপুরে সাংবাদিকের ওপর পরিকল্পিত সন্ত্রাসী হামলা

0
3
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের কালীগঞ্জে দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি ও গাজীপুর প্রেসক্লাবের নির্বাহী কমিটির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল গাফফারের ওপর ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। রবিবার (১৬ মার্চ) রাত ৯টার দিকে গাজীপুর থেকে কালীগঞ্জে নিজ বাড়িতে ফেরার পথে স্থানীয় আওড়াখালি বাজার এলাকায় ওঁত পেতে থাকা ৫-৬ জন দুর্বৃত্ত তাকে অতর্কিত আক্রমণ করে। পরে স্থানীয়রা উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
প্রত্যক্ষদর্শী ও আহত সাংবাদিক গাফফারের সহকর্মী জানান, ইফতারের পর যুগান্তরের কাপাসিয়া প্রতিনিধি খোরশেদ আলমের মোটরসাইকেলের পেছনে বসে গাফফার নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। আওড়াখালি বাজার এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের গতি কমতেই দুর্বৃত্তরা পেছন থেকে গাফফারকে টেনে নামিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করে। হামলাকারীরা তার মোবাইল ফোন, নগদ টাকা ও সাংবাদিকতার কাজে ব্যবহৃত ল্যাপটপ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
আহত অবস্থায় আব্দুল গাফফার জানান, এই হামলা পরিকল্পিত মনে হচ্ছে। সম্প্রতি তিনি কালীগঞ্জে বিএনপি নেতাকর্মীদের নানা অপতৎপরতা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিলেন, যা এক শ্রেণির মহলকে ক্ষুব্ধ করেছিল। ধারণা করা হচ্ছে, তারা প্রতিশোধ নিতে এ হামলা চালিয়েছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে।
এ ঘটনায় সাংবাদিক মহল ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা দোষীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
এদিকে জাতীয় সাংবাদিক সোসাইটির চেয়ারম্যান লায়ন এড. এম এ মজিদ ও
মহাসচিব নাসির উদ্দীন বুলবুল এক বিবৃতিতে উক্ত ঘটনার তীব্র ক্ষোভ বিরাজ করছেন। গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু, সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপন, সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সহ-সভাপতি মোঃ রেজাউল বারী বাবুলসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও সাংবাদিক সমাজ এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তারা অবিলম্বে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here