
ডেইলি গাজীপুর প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত মহা পুলিশ পরিদর্শক কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ সোমবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার পরিদর্শন করেন এবং জিএমপির কমিশনার আনোয়ার হোসেনসহ উদ্ধর্তন কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় করেন।
সংসদ সদস্য নূর মোহাম্মদ মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার কার্যালয়ে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান কমিশনার আনোয়ার হোসেন ও উর্ধ্বতন কর্মকর্তাগন। পরে তিনি কার্যালয় ঘুরে দেখেন এবং কর্মকর্তাদের খোঁজ খবর নেয়।
