

মোঃরফিকুল ইসলাম মিঠু(উত্তরা) ঢাকা: গাজীপুরে মহানগর ছাত্রলীগের সাবেক দফতর সম্পাদক মিনহাজুল মাসুমকে পূর্ব শক্রতার জেরে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। গুরুতর আহত অবস্থায় উত্তরা১১ নং সেক্টর গরীবে নেওয়াজ এভেনিউর শিন শিন জাপান হাসপাতালে চিকিৎসা চলছে তার।
স্থানীয়রা জানান, রোববার (৯ এপ্রিল) রাতে জয়দেবপুরের জকি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন মাসুম। বন্ধুরা চলে গেলে হঠাৎ দশ থেকে বারোজন অস্ত্রাধারী সেখানে উপস্থিত হয়ে মাসুমকে এলোপাথারি কোপাতে শুরু করে। এ সময় স্থানীয়দের আতঙ্কিত করতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে হামলাকারীরা।
পরে হামলাকারীরা চলে গেলে আহত অবস্থায় মাসুমকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর উত্তরা শিনশিন জাপান হাসপাতালে পাঠানো হয়।
আহত মাসুমের সঙ্গে থাকা রায়হান হোসেন জানান, মহানগর যুবলীগ নেতা সাইফুল্লাহ শাওনসহ বেশ কয়েকজন কুপিয়েছে। আর নাহিদ মোড়ল পরপর ফাঁকা গুলি করেছে।
তিনি বলেন, একটি মামলার (চাঁদাবাজি) দ্বন্দ্বে ওরা মাসুম ভাইয়ের ওপর হামলা চালিয়েছে। তার পিঠে, হাতে ও পায়ে কোপের দাগ রয়েছে।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। মেট্টোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক বলেন, ঘটনাস্থল থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
