

ডেইলি গাজীপুর প্রতিবেদক : ৯৯৯ ফোন পেয়ে গাজীপুরের কোনাবাড়ী থেকে মো. জুয়েল মিয়া (২৮) নামে এক ঝুট ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক বিষয় নিয়ে সালিশের মধ্যে প্রস্রাব করার কথা বলে বের হয়ে আসেন তিনি।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে মহানগরীর কোনাবাড়ী থানাধীন দেওয়ালিয়াবাড়ী দিঘীরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত জুয়েল মিয়া নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার মৌ গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে। তিনি দেওয়ালিয়াবাড়ি দিঘীরপাড় এলাকায় পরিবার নিয়ে শাহাজ উদ্দিনের বাসায় ভাড়া থেকে ঝুটের ব্যবসা করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত শুক্রবার পারিবারিক বিষয় নিয়ে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার বিষয়টি মীমাংসা করার সোমবার বেলা সাড়ে ১১টার দিকে আবুল হাশেমের ঝুটের গোডাউনে বসেন স্থানীয় লোকজন।
বিচারের এক পর্যায়ে জুয়েল মিয়া প্রস্রাব করার কথা বলে দরবার থেকে চলে আসে। দরবারে ফিরে না যাওয়ায় স্থানীয় লোকজন তার বাসায় এসে দেখতে পান ভিতর থেকে দরজা লাগানো। পরে তাকে ডাকাডাকি করে কোনো সারা শব্দ না পেয়ে জানালার ফাঁকা দিয়ে দেখতে পান জুয়েল গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আছে। উপস্থিত লোকজন তাৎক্ষণিক দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে লাশ নিচে নামিয়ে জরুরি সেবা ৯৯৯ এ ফোন করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক এসআই মো. নাদিরুজ্জামান জানান, ৯৯৯ ফোন পেয়ে ঝুট ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
