
ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুর দেশীপাড়া এলাকা হইতে ১৭৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে হাতে নাতে গ্রেফতার করেছে র্যাব-১, গাজীপুর ক্যাম্প।
১২ অক্টোবর র্যাব-১, স্পেশালাইজড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, জিএমপি, গাজীপুর সদর থানাধীন দেশীপাড়া এলাকায় মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় হইতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১, সিপিএসসি গাজীপুর ক্যাম্পের একটি আভিযানিক দল জিএমপি, গাজীপুর সদর থানাধীন দেশীপাড়া সাকিনস্থ ভাওয়াল পলিটেকনিক্যাল সড়ক বিমান বাহিনী ব্রীজ এর উপর অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আসামী ১। মোঃ তানভীর সোহান(২৫), পিতা-মৃত আব্দুল বারী, মাতা-মোসাঃ শিরিন আক্তার, সাং-চাপুলিয়া, থানা-সদর, জিএমপি, গাজীপুর’কে গ্রেফতার করা হয়। এসময় উপস্থিত সাক্ষীদের সামনে ফোর্সের সহায়তায় আসামীর দেহ তল্লাশী করে তার দখল হইতে সর্বমোট ১৭৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ০১(এক)টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ চোরাইপথে দেশী/বিদেশী মাদক আমদানি করিয়া জিএমপি, গাজীপুর সদর থানার ভাওরাইদ এলাকাসহ বিভিন্ন স্থানে বিক্রয় করে আসিতেছিল। অবৈধভাবে মাদকদ্রব্য গাঁজা নিজ হেফাজতে রাখিয়া মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ১০(ক) ধারার অপরাধ করেছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
