
ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের কালিয়াকৈরে শুক্রবার রাতে ছয় ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
শনিবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান গাজীপুরের এসপি কার্যালয়ের এসবির ইন্সপেক্টর মো.মুমিনুল ইসলাম।
বিজ্ঞপ্তির তথ্যানুসারে আটকরা হলো, টাঙ্গাইল জেলার মধুপুর থানার বিত্তিবাড়ী গ্রামের হারুনুর রশিদের ছেলে মো. সাগর আহাম্মদ, কালিয়াকৈর থানার রগুরগাতি গ্রামের মো. আনোয়ার হোসেন ছেলে মো. সমুন, সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানার কয়েলগাতী গ্রামের আ. সামাদের ছেলে মো. সজীব, ফেনী জেলার বিরিকসি গ্রামের ওমর ফারুকের ছেলে মো. ফয়জুল ইসলাম ফাহিম, টাঙ্গাইল জেলার মধুপুর থানার বালাউড়ি গ্রামের মো. হারুন অর রশিদের ছেলে নাজমুল ইসলাম, গাজীপুর জেলার কাপাসিয়া থানার আঠাল গ্রামের মো. শহীদুল ইসলাম শহীদের ছেলে মো. শফিউল্লাহ।
শুক্রবার রাতে কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকার সাহেব বাড়ির ভাড়াটিয়া মো. ওয়াসিম কালিয়াকৈর চন্দ্রার কাজলী পাম্পের পূর্ব-উত্তর পাশে গজারি বনে পৌঁছামাত্র আটকরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ওয়াসিমের পথরোধ করে তার নিকট থাকা ৫ হাজার ২০০ টাকা ও ১টি স্যামসাং মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
ওয়াসিমের ডাক চিৎকারে কালিয়াকৈর থানার টহল পুলিশ ও আশে পাশের লোকজন এগিয়ে এসে ৬ জনকে আটক করে। এ ঘটনায় কালিয়াকৈর থানায় একটি মামলা হয়েছে।
